Inhouse product
‘না, তুমি এমন করতে পারো না বিপু!’ অনুনয় ঝরে পড়ল যেন ঠান্ডার কণ্ঠে। ‘আমি কী করতে পারি আর কী করতে পারিনে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই মিস্টার ঠান্ডা মিয়া। ও হ্যাঁ, তুমি আমার কাছে “নীল” সম্পর্কে কতটুকু কী জানি তা জানতে চেয়েছিলে না? হ্যাঁ, “নীল” সম্পর্কে আমি সব জানি এখন, স-অ-ব।
ওই নীলের নীল থাবায় তোমরা অগণিত মানুষের যে সর্বনাশ করে চলেছো, তার প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে। এখানে বসে সেই প্রস্তুতিই সম্পন্ন করে নাও।’ ‘তাহলে তুমিও শুনে নাও পিচ্ছি টিকটিকি, আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এমন কোনো কাজ নেই যা আমরা করতে পারিনে।’
ঠান্ডার মুখটাও কেমন কঠিন হয়ে উঠল।...
Title | নীল থাবা |
Author | জুবায়ের হুসাইন |
Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
ISBN | 9789849810469 |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 144 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |