Inhouse product
বাংলাদেশের কিশোর গল্পের ভুবনের দশ দিগন্তকে বহুরঙে বর্ণিল করে তুলেছেন যে কজন গল্পকার তাঁদের মধ্যে এই গল্পকার অন্যতম। ১৯৮৭ সালে ইত্তেফাকের কচিকাঁচার আসরে প্রথম গল্প ছাপা হয়Ñ এরপর দৈনিক বাংলার সাত ভাই চম্পা, সংবাদের খেলাঘর, খবরের চাঁদের হাট, মাসিক শিশু-সহ দেশের সব পত্রপত্রিকায় দুহাতে নিরন্তর লিখেছেন গল্প, উপন্যাস। সেই সময় থেকে তাঁর গল্প পাঠকের কাছে সমানভাবে সমাদৃত। তাঁর গল্পে সমকালীন কিশোর গল্পের ভূগোল ও তার বিষয় আশয় পেয়েছে এক ভিন্ন মর্যাদা। ‘রাসেল যখন বড় হয়ে উঠছে’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পে অনায়াস গদ্যে মহান স্বাধীনতাযুদ্ধের দিনগুলোর কথা উঠে এসেছে। যুদ্ধকালীন জনমানুষের গল্পগাথাও শক্তিমত্তার সাথে প্রতিবিম্বিত হয়েছে তাঁর হাতে। বিশেষ করে শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ভাবনাচিন্তার প্রতিচ্ছবি গল্পের শরীরে ফেলেছে দীর্ঘছায়া। পাশাপাশি কিশোরদের দেশপ্রেমের নানা আখ্যানও গল্পগুলোতে বহু বর্ণিলভাবে এসেছে। তবে সবকিছু ছাপিয়ে এ বইয়ের প্রতিটি গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল দিনগুলো- বিশেষ করে উত্তাল মার্চের দিনগুলো। ‘রাসেল যখন বড় হয়ে উঠছে’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পে এক মায়ায় মোড়ানো জাদুর পরশ আছে।
Title | রাসেল যখন বড় হয়ে উঠছে |
Author | মাহবুব রেজা |
Publisher | অনিন্দ্য প্রকাশ |
ISBN | 9789849557579 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 112 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |