"সেরেনজিং" বইয়ের ফ্ল্যাপের লেখা: ‘সেরেনজিং' উপন্যাসের আখ্যান মধুপুর গড় ও অরণ্যচারী গারাে সম্প্রদায় হলেও, এর উপাখ্যান এক বিশাল রঙ্গমঞ্চজুড়ে বিস্তৃত। অরণ্যচারী মানুষজন, জীবজন্তু আর সান্দ্র বনানীর মহাসম্মিলনে মধুপুর গড় আদতেই এক আরশিনগর। এই আরশিনগরের পড়শিরা নিসর্গের সর্বব্যাপী অস্তিত্বের অনুষঙ্গ। এর উন্মােক্ত রঙ্গমঞ্চে বর্ণাঢ্য চিত্রপট পরিবর্তন হয় দিনরাতের আলাে-আঁধারিতে। জনমানব, তরুপল্লব আর জীবজন্ত্রর সান্বয় অভিনয়ে এই রঙ্গমঞ্চে অভিনীত হয় এমন এক নাটক, একাধারে যার রচয়িতা, শিল্পনির্দেশক ও পরিচালক বিধাতা স্বয়ং। এই সুবিশাল অরণ্যানীর ২২০০ বছরের সুবৰ্ণ অতীত খুঁড়ে তুলে আনার পাশাপাশি বিধ্বস্ত বর্তমানের এক বিমৃষ্ট চিত্রও চিত্রিত হয়েছে এর ক্যানভাসে। রূপকথার মতােই রােমাঞ্চকর অরণ্যচারী মানুষের প্রেম-প্রণয়ের অনেক কাহিনিও পুরিপুত এই উপন্যাসের পরতে পরতে। সেরেনজিং-মধুপুর গড় এবং গারােসমাজের সংস্কার-সংস্কৃতি ও সংকট-সংকুল জীবনের এক মরমি উন্মােচন।