Inhouse product
কবিতা দূর অন্বেষণ, স্পর্শহীন-কায়াহীন সত্তা এক। ‘কবি’ হিসেবে পরিচয় দানে গোলাম শফিক-এর সীমাহীন দোলাচল, এ প্রবণতায় লুকোচুরি খেলা চলে নিরন্তর। প্রথম কবিতার বই আত্মপ্রকাশ করে আটত্রিশ বছরের পুঞ্জীভূত কবিতা নিয়ে। অতঃপর ভাবা হয়েছিল আর বেরুবে না কাব্য কোনো। বাকি জীবনে আটত্রিশ বছর তো বাঁচবেন না নিশ্চয়। কিন্তু এ যেন লাজ ভঙ্গের মতো। প্রতি বছরই তাই একটি করে কবিতার বই আলোর মুখ দেখে। এবারই প্রথম বের হচ্ছে বছরে একজোড়া কাব্যগ্রন্থ। এ অবদান অণুজীব করোনার। অদৃশ্য হলেও এর শক্তি কী প্রবল, আমাদের গালে হাত দিয়ে ঘরে বসে থাকতে বাধ্য করেছিল। তবে দুহাত তো আর গালে ওঠে না, একহাত খালি পেয়ে উঠে এসেছিল কলম-পেনসিল। একটি অকাট্য পর্যবেক্ষণ দাঁড়াল যে, বন্দি ও পড়ন্ত জীবনে মানসপটে বিশ্বপরিম-ল যেমন ভাস্বর হয়, তেমনি মানুষ চলে যায় দূর অতীতে। শৈশব-কৈশোরের মণি-মাণিক্যকে নিংড়ে এনে সেসব উদ্যাপন করে। লেখনীতেও অনেক বিস্মৃত ঘটনা, নিসর্গের খ-িত-অখ- চিত্র, লোকালয়ের আঞ্চলিক ভাষা কেমন করে উঠে আসে! আঞ্চলিক ভাষা যে কবিতার পঙ্ক্তি নির্মাণ, চিত্রকল্প তৈরিতে দারুণভাবে খেলে যায়, কখনো অপরিহার্য হয়Ñ এ এক বোধোদয়ের নাম। বারবারই ভেবেছেন, কবিতা যেভাবে খেলতে চায়, তারে খেলতে দাও।
Title | সহি পরিচয়নামা |
Author | গোলাম শফিক |
Publisher | অনিন্দ্য প্রকাশ |
ISBN | 789849548140 |
Edition | 1st Published, 2021 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |